Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব

 

গ্রাম পুলিশের দায়িত্ব নিম্নরুপঃ

 

০১. দিনে ও রাতে ইউনিয়ে পাহারা ও টহলদারী করা।

০২. চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করা।

০৩.  অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করা।

০৪ . অন্য নির্দেশ না থাকলে প্রতি পনর দিন অন্তর এলাকার অবস্হা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।

০৫. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সে সকল বিষয় সম্পর্কে অবহিত করবেন, যা বিরোধ, দাংগা-হাংগামা বা তুমুল কলহ সৃষ্টি করতে এবং জনগনের শান্তি বিঘ্নিত করতে পারে ।

০৬.  ইউনিয়নের খারাপ চরিত্রের লোকদের গতিবিধি লক্ষ্য করা এবং মাঝে মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।পার্শ্ববর্তী এলাকা হইতে আগত কোন সন্দেহজনক ব্যক্তির উপস্হিতি সম্পর্কেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।

০৭. জন্ম ও মৃত্যু রেজিষ্টার সংরক্ষণ এবং এলাকার সব জন্ম ও মৃত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।

০৮. খাজনা/ভূমি উন্নয়ন কর, স্হানিয় কর, ফি বা অন্য পাওনা সংগ্রহ আদায়ে রাজস্ব কর্মচারীদের সহায়তা করা।

০৯. ইউনিয়ন পরিষদের নিদের্শে কোন বাসিন্দার আবাস্হল ও সম্পির উপর পরোয়ানা জারি করতে পারবেন।